• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নাগরিকদের পরিচয় যাচাইয়ে বিজিডি ই-গভ সার্টের সফটওয়্যার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

নাগরিকদের পরিচয় যাচাই (বায়োমেট্রিক্যালি অথেনটিকেট) করে যেকোনো রকমের সরকারি-বেসরকারি সেবার ফর্ম যেন অনলাইনেই মিনিটের মধ্যেই ডিজিটালি স্বাক্ষর করে সাবমিট করা যায় এ জন্য বিজিডি ই-গভ সার্ট হতে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

এই সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখের তথ্য আর একটি লাইভ ছবি তুলে  রিয়েলটাইমে মেশিন লার্নিং ভিত্তিক অত্যাধুনিক ফ্যাসিয়াল-ম্যাচিং (facial-matching) প্রযুক্তির মাধ্যমে যেকোনো ব্যক্তির জাতীয় পরিচয় যাচাই করা সম্ভব।

বিজিডি ই-গভ সার্ট পরিচালক (অপারেশন) তারেক এম. বরকতউল্লাহ এ তথ্য জানিয়েছেন। সফটওয়্যারটি বিজিডি ই-গভ সার্টের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম নিজেরা গবেষণার মাধ্যমে উন্নয়ন করেছে।

এ সফটওয়্যারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে  e-KYC (Know Your Customer)-র মাধ্যমে সেবা গ্রহণকারীর পরিচয় নিরবিচ্ছিন্নভাবে যাচাই করা যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ