• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এক বছর মেয়াদে ইন্টারনেট কিনতে পারবে গ্রাহকরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২  

মোবাইলের ইন্টারনেট প্যাকেজ গ্রাহকরা কিনতে পারবে এক বছরের জন্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি আরও জানায়, দেশে মুঠোফোন সেবাদাতা চার প্রতিষ্ঠানই এক বছরের জন্য ইন্টারনেট প্যাকেজ বিক্রয় করবে।

মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ও টেলিটক বছরের জন্য দুইটি এবং বাংলালিংক ও রবি একটি প্যাকেজ বিক্রির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রমনায় বিটিআরসি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আনলিমিডেট বলা হলেও এ প্যাকেজের মেয়াদ এক বছর।

এরমধ্যে গ্রামীণফোনের ১৫ জিবি ইন্টারনেট কিনতে খরচ পড়বে ১ হাজার ৯৯ টাকা। আর ৪ শত ৪৯ টাকায় কেনা যাবে ৫ জিবি। বাংলালিংকের ৫ জিবি ইন্টারনেট কিনতে গুনতে হবে তিনশত ছয় টাকা। ৩শ’ ১৯ টাকায় ১০ জিবি ইন্টারনেটের প্যাকেজ কিনতে পারবেন রবির গ্রাহকরা।

আর টেলিটক সিম ব্যবহারকারীরা তিনশত নয় টাকা খরচ করে পাবেন ২৬ জিবি ইন্টারন্টে। আর ৬ জিবি পেতে গুনতে হবে ১২৭ টাকা। আনলিমিটেড (মেয়াদ-বিহীন) ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ