• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাঝেমধ্যে পাপন ভাইয়ের পরামর্শ খারাপ নয়, ভালো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

স্কটল্যান্ডের বিপক্ষে হার কোনোভাবেই মানতে পারেননি নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধান পরদিনই টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক ও সাকিবের সঙ্গে জুমি মিটিং করেন। 

নাজমুল হাসান দল হারলে যেমন প্রকাশ্যে সমালোচনা করেন ঠিক তেমননি জিতলে প্রশংসায় ভাসান। কিন্তু দল হারলে তিনি খুঁটিনাটি সব বিষয় নিয়ে কথা বলেন যা বেমানান। বোর্ড প্রধানদের দলের নির্বাচন, কৌশল, ব্যাটিং অর্ডার কিংবা বোলিংয়ের ঘাটতি সেসব নিয়ে গণমাধ্যমে কথা বলার রেওয়াজ নেই। কিন্তু ‘মেজাজ’ হারিয়ে সবসময়ই নিজের ভাবনা প্রকাশ করে দেন বিসিবি বস। 

শুধু তাই নয়, কখনো কখনো দলের পরিকল্পনাও ঠিক করে দেন তিনি। তেমনই কিছু ওমানের বিপক্ষে ম্যাচের আগে করে দিয়েছিলেন। এটা নিশ্চিত যে, ব্যাটিং অর্ডার পরিবর্তন করার পরিকল্পনা তিনি দিয়েছিলেন। সেটা বাংলাদেশ করেছেও। ফল আসেনি। তবে দিন শেষে জয় তো এসেছে। 

বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসানের মতে, বোর্ড প্রধানের এসব মতামত কখনও কখনও ভালোই কাজে দেয়। তার ভাষ্য, ‘পাপন ভাই যেহেতু খেলার সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত থাকেন, উনি উনার পারামর্শ সবার সঙ্গে শেয়ার করেন। আমরা চেষ্টা করি ওগুলো পালন করার জন্য। অনেক সময় কাজে আসতেই পারে, অনেক সময় নাও আসতে পারে। মাঝে মধ্যে এমন মতামতগুলো খারাপ না, ভালো।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ