• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দাউদের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু লক্ষ্য ছুড়ল নেদারল্যান্ডস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

দুর্দান্ত ব্যাট করলেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক ও'দাউদ। একাই মোট সংগ্রহের প্রায় অর্ধেক। এই ওপেনারের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ করেছে নেদারল্যান্ডস।

১৬৪ রানের মধ্যে ম্যাক ও'দাউদের সংগ্রহ ৭০। এ ব্যাটারকে আউট করতে পারেননি নামিবিয়ার কোনো বলার। অবশ্য অপরাজিতও থাকেননি তিনি। শেষ ওভারের ৩ বল বাকি থাকতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন দাউদ। তার ৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন এই ওপেনার। 

দাউদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে আউট হয়েছেন আরো ৪ ব্যাটার। প্রথমে ৫.৩ ওভারে দাউদের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন স্টিফেন মাইবার্গ। ১৬ বলে ১৭ রান করে ফ্রিলিংকের বলে আউট হন তিনি।

এর দাউদের সঙ্গে জুটি বাঁধতে নামেন ওলফ ফন ডার মারউই। তবে সে জুটি দীর্ঘ হয়নি। ওয়াইজের বলে ৪ বলে ৬ রান করে বিদায় নেন মারউই।

এরপর দাউদের সঙ্গে চমৎকার জুটি গড়েন কলিন অ্যাকারম্যান। ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩২ বলে ৩৫ রান করে ফ্রিলিংকের বলে আউট হন অ্যাকারম্যান।

এরপর নামেন স্কট এডওয়ার্ড। ১১ বলে ২১ রানের কেমিও ইনিংস খেলে রানের গতি বাড়িয়ে দেন। ১৯.৩ বলে এডওয়ার্ড রান নিতে গেলে রানআউট হন দাউদ।

আজ বাঁচা-মরার লড়াইয়ে আজ আবুধাবির মাঠে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস আর নামিবিয়ার। আজ যে দল হারবে, তাদের বিদায় বলতে গেলে নিশ্চিত।

কারণ দু দলই একটি করে ম্যাচ হেরে গেছে। শ্রীলংকা বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে নামিবিয়ার। আর আয়ারল্যান্ডের কাছে হেরেছে নেদারল্যান্ডস।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ