• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাকিবের ক্লাসে বসতে চান পিএনজির আমিনি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

ক্রিকেটে খুব বড় নাম নয় পাপুয়া নিউ গিনি। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের সহায়তায় এগিয়ে যাচ্ছে ধীরে-ধীরে। আইসিসির এই সহোযোগী দেশটি খেলেছে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বাংলাদেশ প্রথম পর্বের শেষ ম্যাচে খেলবে তাঁদের বিপক্ষেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে দুই দল।

ক্রিকেটের ‘পুচকে’ দেশটির কাছে সাকিব আল হাসান বিশাল এক সমুদ্র। প্রতিপক্ষ হলে কি হবে, সাকিব তাদের অনেক ক্রিকেটারের কাছে রীতিমত আইডল। দলটির স্পিন অলরাউন্ডার চার্লস আমিনি তেমনই একজন। যেভাবে সাকিবের কথা বলছিলেন তাতে মনে হলো, সাকিবকে ধারণ করেই পথ চলছেন তিনি। এ অলরাউন্ডার বুধবার জানালেন, ম্যাচের আগে পরে সাকিবের সঙ্গে দেখা করতে চান। বাড়াতে চান নিজের ক্রিকেটীয় দক্ষতা। বসতে চান তার ক্লাসে।   

তার মুখ থেকেই শুনুন বাকিটা, ‘অবশ্যই আমি বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পছন্দ করবো। বিশেষ করে সাকিবের সঙ্গে। সম্প্রতি সে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। সে আমার মতো বাঁহাতি (ব্যাটসম্যান) । অনেক অভিজ্ঞ, বিশ্বজুড়েই খেলেছে।'

ক্রিকেট নিয়ে যারা টুকিটাকি খবর রাখেন তাদের অবশ্যই জানার কথা সাকিবের এই অর্জনের কথা। স্কটল্যান্ডের বিপক্ষে মাসকটেই অনন্য এই রেকর্ড গড়েছেন। যেদিন সাকিব রেকর্ড গড়েন সেদিন একই মাঠে ওমানের বিরুদ্ধে খেলেছেন আমিনি। সাকিবের সঙ্গে আলাপ করার প্রসঙ্গ টেনে আমিনি আরো বলেছেন, 'আমি তার সঙ্গে একটু আলাপ করতে চাই, ক্রিকেটে তার চিন্তা, কি রুটিনে কাজ করেন এসব নিয়ে কথা বলতে চাই।'  

ব্যাটিংটা ভালো পারেন আমিনি। ২৭ টি-টোয়েন্টিতে ২৫.৩৮ গড়ে ৪৫৭ রান করেছেন। আর লেগ স্পিন বোলিংয়ে ওভার প্রতি ৬.৩৬ রান দিয়ে উইকেট নিয়েছেন ২১টি। লেগ স্পিনের দূর্বলতা বাংলাদেশের জন্য নতুন নয়। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছেন অচেনা লেগ স্পিনার ক্রিস জারভিস। নিয়েছিলেন সাকিব ও মুশফিকের উইকেট। বাংলাদেশের জন্য আমিনিও হুমকি তা বলার অপেক্ষা রাখে না। 

বাংলাদেশের সঙ্গে খেলাটাও আমিনির জন্য গর্বের। তিনি বলেছেন, 'আমরা তাদের সঙ্গে খেলতে পেরে সত্যি খুশি। আমরা বিশ্বকাপে খেলতে পেরে সত্যি গর্বিত। আমরা নিজেদের চেষ্টার জন্যও গর্বিত।' 

সাকিবের সঙ্গে দেখা করে নিজের উন্নতি করার কথা জানালেও আমিনির মনোযোগ কিন্তু রয়েছে ম্যাচে। লাল সবুজ জার্সিধারীদের হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটাতে চান তরুণ এই ক্রিকেটার। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণাও দিয়েছেন। বাংলাদেশ পারবে তো আমিনিকে সামলাতে? সময়ের কাছেই প্রশ্নটা তোলা থাক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ