• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুই সিনিয়রের ব্যাটে বাংলাদেশের বড় সংগ্রহ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বাংলাদেশের এই সংগ্রহে বড় অবদান দুই সিনিয়র ক্রিকেটারের। অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ খেলেছেন ২৮ বলে ৫০ রানের ইনিংস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করেছেন ৩৭ বলে ৪৬ রান। লিটন কুমার দাসের ব্যাট থেকে এসেছে ২৯ রান।

বাংলাদেশের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় বলে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই কাবুয়া মোরিয়ার বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে সিসি বাউয়ের তালুবন্দি হয়ে ফিরে যান মোহাম্মদ নাঈম (০)। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন লিটন দাস এবং সাকিব আল হাসান। দুজনের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আসে ৪৫ রান। যেখানে আগের দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২৯ রান এসেছিল।

দুজনের জুটি যখন জমে গেছে, তখনই ছন্দপতন। ২৩ বলে ১ চার ১ ছক্কায় তার ২৯ রানের ইনিংস থামে আসাদ ভালার বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে সিসি বাউয়ের তালুবন্দি হয়ে। এরই সঙ্গে ভাঙে ৫০ রানের ওপেনিং জুটি। সাকিবের সঙ্গী হন মুশফিক। কিন্তু ফর্মহীনতায় ভোগা মুশফিক (৮ বলে ৫) আজও ব্যর্থ। সাইমন আতাইয়ের করা ১১তম ওভারেরর দ্বিতীয় বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন। দুইবারের চেষ্টায় ক্যাচ তালুবন্দি করেন হিরি হিরি।

বাংলাদেশের ইনিংসের শেষটা রাঙান মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ও সাইফ উদ্দিনরা। আফিফ ১৪ বলে ২১ ও সাইফউদ্দিন ৬ বলে ১৯ রান করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ