• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিশ্বকাপের মাঝে নেতৃত্ব ছাড়তেও রাজি মরগ্যান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। কিন্তু এই বড় আসরের আগে তাদের দুশ্চিন্তা অধিনায়ক ইয়োইন মরগ্যানকে ঘিরে। দীর্ঘদিন ধরেই মরগ্যানের ব্যাটে রান নেই। বেন স্টোকস, জোফরা আর্চার, স্যাম কারান না থাকায় এমনিতেই ইংলিশ দলটা দুর্বল হয়ে গেছে। তার ওপর মরগ্যানের ফর্মহীনতা সৃষ্টি করেছে নতুন সমস্যার। তবে দলের প্রয়োজনে সরে দাঁড়াতে রাজি আছেন মরগ্যান।

চলতি বছরে সর্বশেষ সাতটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে মাত্র ৮২ রান করেছেন মরগ্যান। সদ্য শেষ হওয়া আইপিএলেও তিনি ব্যর্থ। ১৬ ইনিংসে রান করেছেন মাত্র ১৩৩। গড় ১১.০৮। স্ট্রাইক রেট ৯৫.৬৮। সাম্প্রতিক সময়ে মরগ্যানের এমন ফর্ম ভাবিয়ে তুলেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে। সেটি বুঝতে পারছেন মরগ্যান নিজেও । তাই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নিজেকেই দল থেকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মরগ্যান বলেন, 'বিকল্প পরিকল্পনা সব সময়ই তৈরি থাকে। বিশ্বকাপ জেতার পথে আমি কখনওই দলের অন্তরায় হয়ে দাঁড়াব না। এই মুহূর্তে আমি প্রত্যাশিত ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভালো করছি বলেই মনে করি। ব্যাটিং নিয়ে সমস্যায় এর আগেও বহুবার পড়েছি এবং তা থেকে বেরিয়েও এসেছি। এই কারণেই আমি আজ এখানে। টি-টোয়েন্টি ক্রিকেটের ধরণ, আর যেখানে আমি ব্যাট করি, সেখানে আমাকে সবসময় ঝুঁকিপূর্ণ পথই বেছে নিতে হবে। আমি তা মেনেও নিয়েছি। দল যদি নির্দেশ দেয় ঝুঁকি নেয়ার, তা হলে আমি সেটাই করব। দল না চাইলে করব না।'

রানের মধ্যে না থাকলেও অধিনায়কত্ব ভালো করছেন বলে দাবি করেন মরগ্যান। তিনি বলেন, 'আমি রানের মধ্যে নেই, কিন্তু আমার অধিনায়কত্ব বেশ ভালো হচ্ছে বলেই আমি মনে করছি। আমি সবসময় রান করা এবং অধিনায়কত্ব এই দুই বিষয়কে আলাদাভাবে দেখেছি এবং চ্যালেঞ্জ নিয়েছি। আমিতো আর বোলার নই, বয়সও বাড়ছে। মাঠে হয়তো তেমন অবদান রাখতে পারি না। তবে আমি অধিনায়কের ভূমিকা পালন করতে পছন্দ ক

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ