• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা, একাদশে পরিবর্তন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। শীর্ষদল হিসেবে সুপার টুয়েলভের ‘এক’ এ যাচ্ছে তারা। দ্বিতীয় দল হিসেবে ইতিহাস গড়া নামিবিয়া যাচ্ছে ‘দুই’ এ। দুটি দলের মূল পর্ব নিশ্চিত হওয়ায় প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পরাজয় তেমন কোনো প্রভাব ফেলবে না লঙ্কানদের রেটিংয়ে। নিজেদের শেষ ম্যাচে দুই ম্যাচ হারা নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দাসুন শানাকার দল।

আজ শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি রাত ৮টায় শুরু হবে। ইতিমধ্যে দুই দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে লঙ্কানরা। আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া দীনেশ চান্দিমালের জায়গা দলে এসেছেন চরিত আশালাঙ্কা। তবে তিন পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার সিলার।

নেদারল্যান্ডস একাদশ :

ম্যাক্স ও’দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে,কলিন অ্যাকারম্যান,বেন কুপার, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, পিটার সিলার (অধিনায়ক), ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন ও ব্রান্ডন গ্লোভার।

শ্রীলঙ্কা একাদশ :

কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আশালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারাত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা ও লাহিরু কুমারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ