• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চতুর্থ বলেই উইকেট পেলেন নাসুম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

লাইভ স্কোর: শ্রীলঙ্কা ৮ ওভারে ৭১/১ (আসালানকা ৪৪* ও নিশানকা ২৪* ১)

বাংলাদেশ ২০ ওভারে ১৭১/৪ ( মাহমুদউল্লাহ ১০* ও মুশফিক ৫৭*; আফিফ ৭, নাঈম ৬২, সাকিব ১০, লিটন ১৬)

তাসকিন আহমেদের জায়গায় খেলতে এসেছেন নাসুম আহমেদ। বিশ্বকাপের প্রথম ম্যাচ। এমন উপলক্ষ স্মরণীয় করতে দেরি করলেন না বাংলাদেশি স্পিনার। ইনিংসের চতুর্থ বলেই উইকেট নিলেন। কুশল পেরেরাকে বোল্ড করেছেন তিনি। ১০০ কিলোমিটার গতির বল ফোর্থ স্টাম্প বরাবর রাখেন। তা থামাতে পারেননি কুশল। ১ রানে বোল্ড তিনি।

এর আগে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। লিটন দাস যাওয়ার ১৬ রান পর সাকিব আল হাসান আউট। যে বিপদের গন্ধ পাওয়া গিয়েছিল তা দূর হতে সময় লাগেনি। মূলত শুরুটা বাংলাদেশের অনুকূলে ছিল মোহাম্মদ নাঈমের ব্যাটে। ৪৪ বলে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি মুশফিকুর রহিম দারুণ ছিলেন ক্রিজে। ৩২ বলে তিনিও হাফ সেঞ্চুরি করেন। তৃতীয় উইকেটে দুজনের ৫১ বলে ৭৩ রানের জুটি শক্ত ভিত গড়ে দেয়। ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন মুশফিক। নাঈম ৬২ রান করে আউট হন। শেষ ওভারে মাহমুদউল্লাহ ও মুশফিক একটি করে চার মেরে দলীয় স্কোর ১৭০ পার করেন। ৪ উইকেটে তাদের সংগ্রহ ১৭১ রান। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ