• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হেসে খেলে ভারতকে হারাল পাকিস্তান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

ভারত-পাকিস্তানের খেলা মানেই অন্যরকম উন্মাদনা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে অনেকটা একপেশে খেলা হয়েছে। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়েই কুপোকাত হয়েছে ভারত। ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুই ফরম্যাটের বিশ্বকাপে এবারই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারের স্বাদ দিল পাকিস্তান।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে ভারত। ৬ রানের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে চাপ সৃষ্টি করে পাকিস্তান। সেই চাপ সামাল দেন অধিনায়ক বিরাট কোহলি।
৫ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৫৭ রানের ইনিংসে কোহলি দলকে এনে দেন লড়াকু সংগ্রহের ভিত। দৃঢ়তা দেখিয়েছেন রিশভ পান্টও। ৩০ বলের মোকাবেলায় ২টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৩৯ রান করেন তিনি।

অন্যান্যদের মধ্যে রবীন্দ্র জাদেজা ১৩, হার্দিক পান্ডিয়া ১১ ও সূর্যকুমার যাদব ১১ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ৩টি ও হাসান আলী ২টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান শাদাব খান ও হারিস রউফ।
 
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে ১৩ বল ও ১০ উইকেট হাতে রেখেই দলটি পৌঁছে যায় জয়ের বন্দরে।

রিজওয়ান ৫৫ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ৬টি চার ও ৩টি ছক্কা। ৫২ বলের মোকাবেলায় ৬টি চার ও ২টি ছক্কায় ৬৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন বাবর।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ