• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতের কাছে হেরে বাংলাদেশের ফাইনালের আশায় গুঁড়েবালি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

ভারতের মাটিতে তাদের যুব ‘এ’ ও ‘বি’ দলের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিতে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ অনূধ্র্ব-১৯ দল। যুব এশিয়া কাপের সেমিফাইনালে সেই ভারতকে পেয়ে ফাইনালে খেলার আশা বুকে ধারণ করেছিলেন রাকিবুল হাসানরা। কিন্তু আশাহত হলেন তারা। ১০৩ রানে জিতে ফাইনালের টিকিট কাটল ভারতের যুব দল।

বৃহস্পতিবার শারজায় ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৩ রানে আটকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮ উইকেট হারায় ভারতের দলটি। ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হতো ২৪৪ রান। তারা ৩৮.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়।

শারজায় টস জিতে ফিল্ডিং নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। ১৯৩ রানের মধ্যে তাদের ৮ উইকেট তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু নবম উইকেটে শেষ পাঁচ ওভারে শাইক রশীদ ও ভিকি ওস্টওয়ালের ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে চ্যালেঞ্জিং স্কোর করে ভারত।

ইনিংস সেরা অপরাজিত ৯০ রান করেন রশীদ ১০৮ বলে ৩ চার ও ১ ছয়ে। ১৮ বলে ৩ চারে ২৮ রানে অপরাজিত ছিলেন ভিকি। এর আগে অধিনায়ক যশ ধুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক রাকিবুল হাসান। একটি করে পান তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ