• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিজের ব্যাটিংয়ে সাদমানের ভূমিকা দেখছেন শান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

প্রথম টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে অলআউট করেছে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে বাকি দুই সেশন অনায়াসে রাজত্ব করেছে সফরকারীরা। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় মিলে পাক্কা ১৮ ওভার খেলে ৪৩ রানের জুটি গড়েন শুরুতে। ২২ রানে সাদমান ফিরে গেলে ক্রিজে নামেন নাজমুল হোসেন শান্ত, খেলেছেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এমন ইনিংস খেলার পথে সাদমানের ভূমিকাকেই কৃতিত্ব দিলেন তিনি।

সাদমান বিদায় নিলে দ্বিতীয় উইকেটে শান্ত-জয় মিলে দারুণ এক জুটি গড়েন। তাদের ১০৪ রানের জুটিতে ভর করেই বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৭৫ রানে দিন শেষ করেছে। শান্ত নিজে খেলেছেন ৬৪ রানের ইনিংস। এমন ইনিংস খেলার পর এক প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘আমার মনে হয় জয়-সাদমান শুরুতে খুব ভালো একটা জুটি গড়েছে। যে কারণে সাদমান যাওয়ার পর আমার জন্য সুবিধা হয়েছে।’

জয়ের সঙ্গে ১০৪ রানের জুটির পরিকল্পনার কথা বলতে গিয়ে শান্ত বলেছেন, ‘আমরা লম্বা চিন্তা করিনি, একটা-একটা বল নিয়ে চিন্তা করেছি। পুরো দিন খেলতে হবে বা এত রান করতে হবে- এমন কোনেও পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল কীভাবে একটা বল, একটা ওভার, একটা ঘণ্টা পার করবো। যেরকম বল দেখবো, সেভাবেই খেলবো।’

কিউই কন্ডিশনে পাক্কা দুই সেশন ব্যাটিং করে বাংলাদেশ দল ২ উইকেট সংগ্রহ করেছে ১৭৫ রান। শান্ত মনে করেন, শেষ বিকালে তিনি আউট না হলে দলের জন্য আরও ভালো হতো, ‘আমি যদি শেষ করে আসতে পারতাম, তাহলে আমাদের দিনটা আরও ভালো হতে পারতো।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ