• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গ্রামে ক্রিকেটাররা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ মে ২০২২  

সিরিজ ব্যস্ততায় পরিবার নিয়ে ক্রিকেটারদের ঈদ আনন্দ খুব একটা উপভোগ করা হয় না। এমনও হয়েছে যে ঈদের দিন অনুশীলন করতে হয়েছে তাঁদের। তবে এবার খানিকটা ভিন্ন পরিবেশ পাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের ছুটি পেয়েছেন তাঁরা। আর সেই ছুটিতে পরিবারকে সময় দিতে নিজ নিজ গ্রামে ছুটছেন ক্রিকেটাররা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ব্যস্ততা শেষে নিজ নিজ গ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক মুমিনুল হক গতকাল কক্সবাজারে নিজ বাড়িতে পৌঁছেছেন। সেখানে পরিবারের সঙ্গে ঈদ করবেন তিনি। একই সংস্করণের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও ডিপিএল শেষে ফিরেছেন রাজশাহীতে।

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ডিপিএলের সুপার লিগে অংশ নিয়েছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজরা। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে মুশফিক গিয়েছেন বগুড়ায়। আর সাকিবের নিজ গ্রাম মাগুরাতে ঈদ করার কথা। এ ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত ঈদ করবেন নিজ জেলা ময়মনসিংহে। যাওয়ার আগে মোসাদ্দেক বলেছেন, ‘বাড়িতেই ঈদ করব। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটা অন্য রকম।’

তবে ঢাকায় ঈদ করবেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুন ও ইমরুল কায়েসরা। পরিবার ঢাকায় থাকায় তাঁদের বেশির ভাগ ঈদই এখানে করা হয়।

টেস্ট দলে থাকা ক্রিকেটারদের অবশ্য ঈদ আনন্দ উপভোগের দিনক্ষণ খুবই কম। ৮ মে চট্টগ্রামে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তাঁরা। অবশ্য এর আগের দিনই ঢাকায় পা রাখবেন দলের বিদেশি কোচিং স্টাফরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ