• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টেস্ট খেলতে শ্রীলঙ্কা এখন ঢাকায়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মে ২০২২  

বাংলাদেশে ঈদের আবহ এখনও কাটেনি। এরমধ্যেই ব্যাট-বলের উত্তাপ ছড়িয়ে দিতে চলে এলো শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লঙ্কানরা এখন ঢাকায়।

কলম্বো থেকে রওনা হয়ে রোববার বেলা সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা। সফরকারীদের পৌঁছানোর কথা ছিল আরও এক ঘণ্টা আগে। ফ্লাইট বিলম্বিত হওয়ায় দেরি।

গত বছরও মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা। তিনটি ওয়ানডে খেলেছিল। তখন জৈব-সুরক্ষা বলয়ে সিরিজটি হলেও এবার সেই ঘেরাটোপ থাকছে না। কোয়ারেন্টাইন না থাকায় সোমবার থেকেই তারা মিরপুরে অনুশীলন শুরু করতে পারবে।

সফরকারী দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ঢাকায় আসবেন সোমবার। পুরো দল কলম্বো থেকে আসলেও তিনি আসছেন লন্ডন থেকে। এজন্য বিলম্ব।

ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গত মাসের মাঝামাঝি ইংল্যান্ডে যান বাঁহাতি ওপেনার করুনারত্নে। দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফিরে আসছেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে।

দলে অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল সাজিয়েছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের স্কোয়াডে চার নতুন ক্রিকেটার, যাদের সাদা পোশাকে অভিষেক হয়নি।

১০-১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে চট্টগ্রামে প্রথম টেস্টের ভেন্যুতে যাবে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম যাবে।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ