• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বদলে যাচ্ছে এশিয়া কাপের সূচি!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ মে ২০২২  

বদলে যাচ্ছে আসন্ন এশিয়া কাপের সময়সূচি। মার্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছিল চলতি বছরের এশিয়া কাপ ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কিন্তু এশিয়া কাপের সময়সূচি এগিয়ে আসার তথ্য দিচ্ছে বেশ কিছু উল্লেখযোগ্য গণমাধ্যম।

তাদের তথ্য অনুসারে কয়েকটি দেশের অনুরোধের নতুন সময়সূচি ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এগিয়ে আনা হচ্ছে এশিয়া কাপের সময়সূচি। আয়োজক দেশ শ্রীলঙ্কাও এমন প্রস্তাবে রাজি হয়েছে। এখন বাকি অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতির অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আন্তর্জাতিক সূচিতে সম্ভাব্য সংঘর্ষের কারণে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কাছ থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নতুন তারিখের অনুরোধ পেয়েছে, তাই সেভাবে তারিখ সামঞ্জস্য করা হয়েছে।’

মূলত, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সময় বের করার জন্য টুর্নামেন্টটি এগিয়ে আনার জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান। সেই সূত্র আরও জানিয়েছে, ‘সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি আয়োজন করবে। যদি এশিয়া কাপ নতুন তারিখ অনুযায়ী ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হয়, তাহলে পাকিস্তানের জন্য সব ঠিকঠাক থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ