• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শ্রীলঙ্কাকে ১৭৬ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে গুরবাজের তাণ্ডবে ১৭৫ রান তুলে আফগানরা।

এতে ১৭৬ রানের লক্ষ্য দাঁড়ায় লঙ্কানদের সামনে। ৪ চার ও ৬ ছক্কায় ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রহমানুল্লাহ গুরবাজ।

শ্রীলঙ্কাকে পেলেই যেন জ্বলে উঠেন রহমানুল্লাহ গুরবাজ। এর আগে উদ্বোধনী ম্যাচে মাত্র ১৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি।

শনিবার (৩ সেপ্টেম্বর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে এদিন শুরুতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পেছনে রান তাড়ায় স্বাচ্ছন্দ্যবোধের কথা বলেছিলেন দাসুন শানাকা। সুপার ফোরে ওঠার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের মাটিতে রেকর্ড ১৮৪ রান তাড়া করে ম্যাচ জয়ের কীর্তি এখনো তাদের তাজা স্মৃতি, তাই আফগানদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাদের জন্য ভীতিজাগানিয়া নয় মোটেই। তবে দুর্ধর্ষ আফগান বোলিংয়ের বাধা তুচ্ছ করে লক্ষ্যে পৌঁছানো যে সহজ হবে না, তা অনুমেয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ