• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নাটকীয়তার ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ঝড়ো শুরুতে ওপেনিং পার্টনারশিপেই ৩১ বলে ৫৪ রান তোলে ভারত। 

সূর্যকুমার যাদ ১৩ রানে ফিরলেও তিনে নামা বিরাট কোহলি এক প্রান্ত আগলে রাখেন। ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন কোহলি। তার ব্যাটে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত।
পাকিস্তানের সামনে দাঁড়ায় ১৮২ রানে বড় লক্ষ্য।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কাপ্তান বাবর আজমকে হারায় পাকিস্তান। তবে শক্ত হাতে বরাবরের মতো হাল ধরেন আরেক ওপেনার রিজওয়ান। তিনে নামা ফাখর জামান ১৮ বলে ১৫ করে ফিরলেও মোহাম্মদ নেওয়াজকে সাথে নিয়ে এগিয়ে যান রিজওয়ান। তার সাথে গড়েন ৪১ বলে ৭৩ রানে ঝড়ো জুটি। মাত্র ২০ বলে ২১০ স্ট্রাইকরেটে ৪২ রান তুলে সাজঘরে ফেরেন নওয়াজ।

কিছুক্ষণ পরই দলকে চাপে ফেলে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের কাছে ক্যাচ দিয়ে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে ফেরেন রিজওয়ান।

এরপর খুশদিল আর আসিফ আলি পাকিস্তানকে খেলায় ফেরায়। আসিফ ৮ বলে ১৬ রানে ঝড়ো  ইনিংস খেলেন। তবে নাটকীয়তার সেখানেই শেষ নয় আসিফ ফিরলে আবারও খেলায় ফেরে ভারত। সমীকরণ নাটকের পর নাটকে ঠেকে ২ বলে ২ রানে।

শেষ পর্যন্ত ১৯ ওভার পাঁচ বলে ২ রানের দেখা যায় পাকিস্তান, আসে বাবরদের কাঙ্ক্ষিত জয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ