• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেক্সিকো ম্যাচে চাপে নেই আমাদরে : মার্তিনেজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। সেই সাথে কঠিন হয়েছে শেষ ষোলোতে খেলার সমীকরণ। শেষ দুই ম্যাচে জয় ভিন্ন পথ খোলা নেই আর্জেন্টিনার সামনে। কাল আবারও মাঠে নামছে আর্জেন্টিনা।

মেসিদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ মেক্সিকো। বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। সৌদি আরবের বিপক্ষে ফলাফলটা হতে পারতো ভিন্ন। যদি না মেসির এক গোল ও লাওতারো মার্তিনেজের দুটি গোল বাতিল না হতো অফসাইডে। তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিয়ে ভাবতে চাই না আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফরোয়ার্ড মার্তিনেজ।

সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘বাদ পড়া নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কোনো চাপ নেই আমাদের। কারণ, নিজেদের কাজের প্রতি আস্থা আছে আমাদের। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি। ’
তবে শিরোপা জিততে এসে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপ শুরুর ধাক্কা ঠিকই লেগেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে। ম্যাচ শেষে ড্রেসিংরুমের অবস্থা কী হয়েছিল, সেটিও জানিয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘এটা বড় ধাক্কা ছিল। অনেক দিন পর এমন একটি পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে আমাদের। ’

তবে এ ধাক্কা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাই ভাবছেন মার্তিনেজ। আত্মবিশ্বাসের সাথে মার্তিনেজ জানিয়েছেন, ‘আমরা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ এক দল। এই দলের সবাই জানে, তারা কী করতে চায়। আমরা এরই মধ্যে অনেক কিছু কাটিয়ে উঠেছি। আমাদের শুধু শান্ত থাকতে হবে। আমরা শুধু জয়ের স্বপ্নই দেখছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ