• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ছয়শতাধিক আর্জেন্টিনা ভক্তদের নিয়ে আনন্দ শোভাযাত্রা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনার শেষ নেই। বিশ্বকাপ এলেই পাড়া, মহল্লা, রাস্তার মোড়ে চলে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক, আড্ডা। এই তর্ক-বিতর্কের প্রধান কেন্দ্রবিন্দুতে থাকে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা।

বাঙালি ফুটবলপ্রেমী দর্শকরা পছন্দের দলের জার্সি পরা ও সমর্থন করা দেশটির পতাকা টাঙাতে থাকে ব্যস্ত। সেই সুরে সুর মিলিয়ে এবারের এই বিশ্বকাপ উপলক্ষে উন্মাদনার কোনো কমতি নেই পটুয়াখালীর দুমকিতে।

নিয়মিত চলছে প্রিয় দলগুলোর জার্সি পরে পতাকা নিয়ে পাল্টাপাল্টি আনন্দ মিছিল। আজ আর্জেন্টাইন সমর্থকরা শনিবার ২৬ নভেম্বর) বিকেলে ছয়শতাধিক আর্জেন্টাইন ভক্তদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন।

নাচে গানে মেতে ওঠে পুরো উপজেলা। পরে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। মিছিল শেষে ফটোসেশন করেন আর্জেন্টাইন সমর্থকরা।

এছাড়াও র‌্যালিতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ১শ’ ফুট লম্বা আর্জেন্টিনার কয়েকটি পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুনের পসরা সাজিয়ে বসেন তারা। আনন্দ মিছিলে দেখা যায় জার্সি পরিহিত সর্ব কনিষ্ঠ ৭ মাসের শিশু বাচ্চা আওসা ফকে নিয়ে মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান পিকু নামের এক আর্জেন্টাইন সমর্থক। তিনি বলেন যারা ফুটবল খেলা বোঝেন তাই আর্জেন্টিনা করেন। খেলার মধ্যে জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক। হারলেও আর্জেন্টিনা জিতলেও আর্জেন্টিনা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ