• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে আগ্রহী এমসিসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২  

টানটান উত্তেজনা মানেই ভারত-পাকিস্তান ম্যাচ । গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের খেলাই তার প্রমাণ। সঙ্গে অর্থের ঝনঝনানি তো আছেই। কিন্তু দুদেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না বললেই চলে। সেই অভাব ঘোচাতে আগ্রহী মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান ম্যাচ হয় না দীর্ঘদিন ধরে। সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে খেলেছিল ভারত-পাকিস্তান। দর্শকদের দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘোচাতে চায় এমসিজি। সেই লক্ষ্যে তিন ম্যাচের একটি সিরিজ আয়োজন করার চিন্তা করছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। বাকিটা নির্ভর করবে ভারত ও পাকিস্তানের ইচ্ছার ওপর।

স্টুয়ার্ট জানিয়েছেন, মেলবোর্নে যাতে ভারত-পাকিস্তানকে খেলানো যায়, তার জন্যে আইসিসির সঙ্গেও আলোচনা করা হবে। তার কথায়, ‘আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের প্রস্তাব আইসিসিতে জানাবে। ম্যাচটা যাতে হয়, তার জন্য সব রকম চেষ্টা করা হবে। বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামেই দেখি টেস্ট ম্যাচের সময় দর্শকাসন ফাঁকা। সেখানে দর্শকাসন ঠাসা একটি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হলে লোকেও খেলাটার প্রতি আগ্রহ ফিরে পাবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ