• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয়ে টাইগারদের সিরিজ শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে, ১৮৩ রানের জয় নিয়ে শনিবার (১৮ মার্চ) মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে নাসুম আহমেদ শিকার করেন তিন উইকেট।

বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের জবাবে শুরুটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও পরে কিছুটা আক্রমণাত্মক হন আয়ারল্যান্ডের দুই ওপেনার।

১২তম ওভারে এসে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাকিবের ঘূর্ণিতে প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। আগের ওভারে টানা দুই চার মারা স্টিফেন ডাহনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৮ বলে ৩৪ রান করে সাকিবের শিকার হন তিনি।

সাকিবের পর সাফল্য পান এবাদত। এই পেসারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন স্টার্লিং। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ দিকে শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। এরপর টেক্টরকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এবাদত।

বলবার্নির আউটের ডেলিভারিটি ছিল দুর্দান্ত। ওভার দ্যা উইকেট থেকে ভেতরের দিকে ঢুকিয়েছিলেন তাসকিন, লাইন মিস করে বোল্ড হন আয়ারল্যান্ড অধিনায়ক। তাসকিনের আরেকটি ওভার, আয়ারল্যান্ডের আরেকটি উইকেট। এবার গেলেন লরকান টাকার। সোজা ব্যাট চালানোর বদলে আড়াআড়ি খেলতে চেয়েছিলেন লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা, ক্যাচ গেছে একমাত্র স্লিপে থাকা ইয়াসির আলীর কাছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ