• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডিনার করবেন পাকিস্তানি মডেল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

ভারতের বিপক্ষে প্রিয় দলের হারের ক্ষত এখনও গদগদে পাকিস্তানিদের। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে কিছুটা হলেও সেই ক্ষতে পড়বে স্বান্ত্বনার প্রলেপ। সাকিব আল হাসানের দলের জন্য তাই একটা ঘোষণা দিয়ে রেখেছেন অভিনেত্রী সেহার শিনওয়ারি। ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডিনার করবেন এই পাকিস্তানি মডেল।

চলমান বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯২ রানে গুটিয়ে ৭ উইকেটে ম্যাচ হেরে যায় পাকিস্তান। শিনওয়ারি মনে করেন এবার ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ। সেটা হলে নাকি পাকিস্তানের হারের বদলা নেওয়া হবে। বাংলাদেশ দল রোহিত–কোহলিদের হারাতে পারলে ঢাকায় এসে সাকিবদের সঙ্গে ডিনার করার ঘোষণা দিয়েছেন সেহার।

টুইটারে শিনওয়ারি লিখেছেন, ‘ইনশা আল্লাহ আমার বাঙালি বন্ধু পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। বাংলার ছেলেরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব।’

২৬ বছর বয়সী সেহার ওই পোস্ট করেছেন ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন রোববার। এ কদিন পোস্টটি খুব বেশি মানুষের নজরে আসেনি। তবে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে ওই পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে।

সোমবার টুইটারে আরেকটি পোস্ট করেছেন শিনওয়ারি। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে চলেছে। আমার এই টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে আমাকে দেখাইও।’

শিনওয়ারির পোস্ট নিয়ে এক ভারতীয় সমর্থক লিখেছেন, ‘ও জানে এটা হবে না। সে কারণেই এসব বলছে।’ আরেকজন লিখেছেন, ‘এ ধরনের মানুষের মধ্যে আজেবাজে কথার কমতি নেই।’ এক বাংলাদেশি আবার লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে ভালোবাসা। ইনশা আল্লাহ আমরা ভারত–পাকিস্তান দুই দলের বিপক্ষেই জিতব।’

এসব দেখার পর সেহার বুধবার বিকেলে বাংলাদেশ–ভারত ম্যাচ নিয়ে আরেকটি পোস্ট করেছেন। এবার লিখেছেন, ‘একমাত্র বাংলাদেশই ভারতকে উচিত শিক্ষা দিতে পারে।’

তিন ম্যাচে শতভাগ জয়ে আসরে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। মুথোমুখি শেষ চার লড়াইয়ের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপেও প্রতিবেশি দলটিকে হারিয়েছিল টাইগাররা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ