• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আজকের এই দিনে:

অগ্নিঝরা ৫ মার্চ, ১৯৭১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২১  

অগ্নিঝরা মার্চের আজ পঞ্চম দিন। ১৯৭১ সালের এই দিনে ঘটেছিলো কিছু বিষাদময় ঘটনা। সেই ঘটনাগুলো বাঙালির স্মৃতির পাতায় স্খান করে নিয়েছে।  এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার লুকিয়ে আছে এই মার্চ মাসের ভেতরেই। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ বাঙালি শহীদ হন এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জত ছিনিয়ে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী।

* অগ্নিঝরা মার্চের আজ পঞ্চম দিনে টঙ্গীতে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়। চট্টগ্রামে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩৮। রাজশাহী রংপুরে আবার কারফিউ জারি করা হয়।

* ভুট্টোর সাথে ইয়াহিয়ার ৫ ঘণ্টা বৈঠক হয়। গভীর রাতে পাওয়া এক খবরে জানা যায়, জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট ভবনে পাঁচ ঘণ্টা ম্যারাথন বৈঠক করেছেন।

* স্বাধিকার আন্দোলনে শামিল হন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা: চলমান দমন-পীড়নকে গণহত্যা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বিবৃতি দেন।

* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনের পূর্ণ সমর্থন প্রকাশ করা হয় ও যে কোনও ত্যাগ স্বীকারের ঘোষণা দেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষকরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ