• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অতিরিক্ত চাপে ডেবে গেল ব্রিজ, যান চলাচল বন্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী ব্রিজ ডেবে  গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে বুধবার সন্ধ্যা থেকে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়।

জানা যায়, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক আগে এর সংলগ্ন স্থানে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনও সম্পন্ন না হওয়ায় বারবার মেরামত করে চালু রাখা পুরনো এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে বুধবার বিকালে ডেবে যায়।

হাটিকুমরুল থানার ওসি আখতারুজ্জামান বলেন, ব্রিজের ক্ষতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার সন্ধ্যায় বগুড়া রুটে যান চলাচল বন্ধ করা হয়। তবে বনপাড়া ও সিরাজগঞ্জ জেলা শহর হয়ে বিকল্প পথে যান চলাচল করছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রিজসংলগ্ন বিকল্প রাস্তা প্রস্তুত হবে বলে আশা করছি।

আন্তঃজেলার ট্রাকচালক রুহুল আমিন বলেন, দীর্ঘদিন এমন ব্যস্ততম মহাসড়কের ব্যবহার অনুপযোগী সেতুটি বন্ধ রেখে বিকল্প ডাইভারশন রোড তৈরির প্রয়োজন ছিল। কারণ গত কয়েক বছর থেকেই এই ব্রিজটি অতিঝুঁকিপূর্ণ বলা হয়েছিল।

বুধবার বিকালে ব্রিজের মূল অংশের বেশিরভাগ ডেবে  গিয়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ