• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অথৈ-নীলিমার গল্প

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

পারিবারিক আয়োজনেই বিয়ে হয় তুর্য আর অথৈর। কিন্তু অথৈ বিয়ে নামের সম্পর্কটাকে বিশ্বাস করে না। বিয়ের পর তুর্যের সঙ্গে অথৈর একটি চুক্তি হয়, যা অন্য কেউ জানে না। তুর্য মাঝে মাঝে ছবি আঁকে। একদিন অথৈ তুর্যের পড়ার ঘরে গিয়ে দেখে, ক্যানভ্যাসে একটি মেয়ের ছবি আঁকা।

তুর্য জানায়, এটা তার বান্ধবী নিলীমার ছবি, যাকে সে অনেক ভালোবাসে। তুর্যর কথা শুনে আর তার আঁকা নিলীমার ছবি দেখে অথৈ কিছুটা ঈর্ষান্বিত হয়। এক সময় তুর্যর বাবা-মা বাড়িতে ফিরে যায়। শর্তানুযায়ী, অথৈ তার বাবার বাড়িতে চলে যায়। এরপরই তুর্যের জীবনে ফিরে আসে নিলীমা। তারপর? এ প্রশ্নের উত্তর মিলবে ‘অথৈ নীলিমা’ নাটকে।

জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, তানিম ফারিন, তালহা খান প্রমুখ। আজ রাত ১১টা ১৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে এ নাটক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ