• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অধরা স্বপ্ন পূরণ করতে চান রোহিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত শর্মা। চার বছর পর ভারত ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতলেও রোহিত ছিলেন না স্কোয়াডে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও ওয়ানডের শ্রেষ্ঠত্বের মুকুট এখনও অধরা ভারতীয় ওপেনারের। 

ক্যারিয়ারের ইতি টানার আগে একবার হলেও ওয়ানডে বিশ্বকাপ জিততে চান রোহিত। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে রোহিত নিজের ইচ্ছার কথা জানান। 

সীমিত পরিসরের ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনার রোহিত। ২২ গজে ছোটান রানের ফুলঝুরি। একবার থিতু হয়ে গেলে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেন। শুধু বড় রান-ই করেন না, আগ্রাসন দেখিয়ে ম্যাচ জেতান। সীমিত পরিসরের ক্রিকেটে ভারতের বর্তমান সময়ের সাফল্যের বড় কৃতিত্ব রোহিতের। তাইতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ডানহাতি ওপেনার। 

রোহিত বলেছেন,‘বিশ্বকাপ জেতা আমাদের সকলের স্বপ্ন। আমি বিশ্বকাপ জিততে চাই। আপনি বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচ জিততে চাইবেন। কিন্তু বিশ্বকাপে ম্যাচ জেতা সহজ কোনো কাজ নয়। তবুও আমার ওই জেদ আছে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’

সীমিত পরিসরে ১১, ৮৮৮ রান করেছেন রোহিত। পঞ্চাশেরও বেশি গড় এবং ১৩৮.৭৮ স্ট্রাইক রেটে রোহিত করেছেন এ রান। পাশাপাশি বিশ্বকাপেও তাঁর রেকর্ড বেশ ঈর্ষণীয়। এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ১৬৫১ রান করেছেন। ব্যাটিং গড় ৫১.৫৯। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে রোহিত ছিলেন টপ স্কোরার। ৬৪৮ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। রোহিতের বিশ্বাস এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৩ বিশ্বকাপ জিততে পারবে ভারত।

২০১১ সালের পর ২০২৩ সালে আবার ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বলার অপেক্ষা রাখে না রোহিত ততদিনে হয়ে যাবেন আরও পরিণত, আরও অভিজ্ঞ, আরও মারমুখী। ১৯৮৩ সালে কপিল দেব জিতেছিলেন বিশ্বকাপ। ২০১১ সালে মাহেন্দ্র সিং ধোনীর হাতে উঠে স্বপ্নের শিরোপা। ২০২৩ সালে রোহিতের অধরা স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ