• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অন্য বাংলাদেশ দল যা পারেনি, এবার তা করার সুযোগ : ডোমিঙ্গো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১  

নিউজিল্যান্ড সফরে এবার বাংলাদেশ দলের লক্ষ্য একটাই- তাসমান পাড়ের দেশে স্বাগতিকদের বিপক্ষে অন্তত একটি জয় পাওয়া। এ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপসহ মোট ১৩টি ম্যাচ খেলেও জয়ের খাতা খুলতে পারেনি বাংলাদেশ।

এবার তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে গিয়ে সেই অসাধ্য সাধনের প্রত্যয় ব্যক্ত করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা। একই ভাষ্য দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কণ্ঠেও। আগের চার সফরে আসা দলগুলো যা পারেনি, এবার সেটিই করার সুযোগ দেখছেন টাইগারদের হেড কোচ।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে ডোমিঙ্গো বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি, এবার তা করে দেখানোর। আমরা সবাই মুখিয়ে আছি।’

বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেলেন ডোমিঙ্গো। তবে দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসেবে দুইবার নিউজিল্যান্ডে গিয়ে সাফল্য পেয়েছেন তিনি। ২০১৪ সালে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর ২০১৭ সালে জিতেছিলেন ৩-২ ব্যবধানে। ফলে নিউজিল্যান্ডে ভালো করার মন্ত্রটা জানা আছে ডোমিঙ্গোর।

তার ভাষ্য, ‘নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগেও এসেছি আমি। বাংলাদেশের হয়ে এবারই প্রথম। আমি জানি, নিউজিল্যান্ড সফর খুব কঠিন। তবে এটি আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগও বটে। তিন বছর পর বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ভারতের মাটিতে বিশ্বকাপের দৌড়ে থাকতে চাইলে এসব সিরিজে বড় পারফরম্যান্স দেয়া জরুরি।’

অন্য দুই ফরম্যাটের চেয়ে ওয়ানডেতে তুলনামূলক শক্তিশালী দল বাংলাদেশ। এই ভরসায় ডোমিঙ্গো বলেছেন, ‘আমি মনে করি, পঞ্চাশ ওভারের ক্রিকেট আমাদের শক্তির জায়গা। আপনি বিশ্বকাপের পারফরম্যান্স বা খেলোয়াড়দের গড় দেখেন। ওয়ানডে ক্রিকেটে আমাদের ভালো পরিসংখ্যান রয়েছে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ