• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অভিষেকেই সাবলীল সাদমান, সাজঘরে মুমিনুল-সৌম্য

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

অভিষিক্ত সাদমানের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই তিনি জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলছেন। ব্যাটিং লাইনআপ বুঝে বোলারের মন পড়ে দেখেশুনে সাবধানে খেলছেন ইমরুল কায়েসের স্থলাভিষিক্ত এই ব্যাটসম্যান। অন্যদিকে এবারও ফ্লপ সৌম্য সরকার। কয়েকটি টেস্ট খেলেও অভিজ্ঞতায় শূন্য এই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন ম্যাচ শুরুর প্রথম ঘণ্টায়। ফিরে গেছেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান মুমিনুল হকও।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভার ৫ বলে দুই উইকেট হারিয়ে ৮৭ রান। ৩৬ রানে ক্রিজে আছেন সাদমান ইসলাম।

লাঞ্চ বিরতির আগে আউট মুমিনুল

লাঞ্চ বিরতিতে যাওয়ার মাত্র ১ বল আগে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন মুমিনুল হক। ৪৬ বলে দুটি চারের মারে তার ব্যাট থেকে আসে ২৯ রান। কেমার রোচের বলে রোস্টন চেজের বলে ক্যাচ তুলে আউট হন চট্টগ্রামের এই সেঞ্চুরিয়ার।

সম্ভাবনা দেখিয়ে আউট সৌম্য

সৌম্যর আউটের মাধ্যমে ৪২ রানের মাথায় ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। ৪২ বলে ১৯ রান করে রোস্টন চেজের বলে হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এর আগে বড় চমক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। একাদশে রাখা হয়নি কোনো পেস বোলার। বোলিং আক্রমণ সাজানো হয়েছে চার স্পিনার দিয়ে। রাখা হয়েছে বাড়তি এক ব্যাটসম্যানকে।আজ শুক্রবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।  আজ অভিষেক হচ্ছে সাদমান ইসলাম অনিকের। ইমরুল কায়েসের পরিবর্তে তিনি দলে সুযোগ পেয়েছেন। বাড়তি ব্যাটসম্যান হিসেবে দলে আছেন লিটন দাস। তিনি উইকেট কিপিংয়ের দায়িত্বও পালন করবেন।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান,শিরমন লুইস।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ