• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অসহায়দের সাহরির ব্যবস্থা করছেন স্বাগতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

করোনা তাণ্ডবে মানবেতর জীবনযাপন করছেন স্বল্প আয়ের মানুষ। একদিকে সিয়াম সাধনার মাস, অন্যদিকে রুটিরোজীর চরম অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহরির ব্যবস্থা করে যাচ্ছেন মডেল-অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। প্রথম রমজান থেকে কাজটি করছেন তিনি।

স্বাগতা বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে বাসায় কাজের মানুষ নেই। এজন্য খুব বেশি মানুষের জন্য সাহরি তৈরি করতে পারছি না। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। আমার রান্না করা খাবার স্বেচ্ছাসেবকরা এসে নিয়ে যাচ্ছে। ওরা আমার মতো আরো অনেকের কাছ থেকেই খাবার সংগ্রহ করছে। সেগুলো অসহায়দের মধ্যে বিতরণ করছে। পুরো রমজান না হলেও অন্তত প্রথম দশদিন কাজটি করে যেতে চাই।’

সাহরির ব্যবস্থা ছাড়াও সমস্যাপীড়িত মানুষদের অন্যভাবে সহযোগিতা করার পরিকল্পনা করেছেন স্বাগতা।

এদিকে দুর্যোগ পরিস্থিতির মধ্যে টেলিভিশনের দুটি রান্নার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ অভিনেত্রী। তবে অনুষ্ঠান দুটির শুটিং স্বাগতার নিজ বাড়িতেই হবে। তাছাড়া পরিচালক নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ এবং গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন স্বাগতা। দুটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ