• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আইপিএলে মাঠে দর্শক রাখার পরিকল্পনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ আগস্ট ২০২০  

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে ভারতের টি-টোয়েন্টি লিগ আইপিএল। ভারতের করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের এবারের আসর।

তবে করোনাজনিত পরিস্থিতিতে আইপিএলের স্টেডিয়ামে ৩০-৫০ ভাগ আসনে দর্শক রাখার চিন্তা করা হচ্ছে। গতকাল শুক্রবার এমনটাই জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। যদিও সেটা সংযুক্ত আরব আমিরাতের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মুবাশশির উসমানি। 

আইপিএলের দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে প্রতিযোগিতার চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, সংশ্লিষ্ট দেশের সরকার ঠিক করবে দর্শকদের প্রবেশের ব্যাপারটি।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে মুবাশশির উসমানি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেত পেলেই আমরা সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা অবশ্যই চাই, আইপিএলের মতো এ রকম বড় প্রতিযোগিতা মাঠে বসে দেখুক দর্শক। কিন্তু এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দেশের সরকার। যদি অনুমতি মেলে তা হলে ৩০-৫০ শতাংশ আসন দর্শশের জন্য রাখা যেতে পারে। আশা করছি, এ ব্যাপারে সরকারের অনুমতি পাওয়া যাবে।’

আইপিএলের সুরক্ষা প্রসঙ্গে উসমানির মন্তব্য, ‘সংক্রমণ রোধে এখানকার সরকার অত্যন্ত সক্রিয়। বিশেষ কিছু নিয়ম মানার মাধ্যমে এ মুহূর্তে এখানকার মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছে। আইপিএল হতে এখনো দেরি রয়েছে। আশা করছি, তখন পরিস্থিতি এখনকার চেয়েও ভালো হয়ে যাবে।’

এদিকে আগামীকাল রোববার বৈঠক রয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের। উসমানি বলছেন, ‘ভারত সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডের অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছি। তারপরই কাজ শুরু হয়ে যাবে।’

আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ত্রয়োদশ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। তিন-চার সপ্তাহ আগে দলগুলো পৌঁছাবে দুবাই। যাতে করোনার কারণে দীর্ঘ লকডাউনের প্রভাব কাটিয়ে ছন্দে ফেরার সময় পায় দলগুলো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ