• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

`আগামী বছর শেষ হবে আখাউড়া-আগরতলা রেল লাইনের কাজ`

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

যথাসময়েই শেষ হবে আখাউড়া-আগরতলা রেলপথ। ২০২১ সালের জুন মাসের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলর লিংক লাইনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। বৃহস্পতিবার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে একথা বলেন তিনি।

তিনি বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ ভারত-বাংলাদেশ দু’দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক যোগাযোগ এ পথের মাধ্যমেই হবে। তাছাড়া কলকাতার সাথে যোগাযোগও এখান থেকেই হতে পারে।একই বছর চালু হবে দুই দেশের মধ্যে রেল যোগাযোগও।এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ আরো সহজ হবে বলেও জানান তিনি। 

এ সময় সীমান্তে হত্যার বিষয়ে রিভা গাঙ্গুলী বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। দ্রুত দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ