• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আগামী ১৩ এপ্রিল রমজান ঘোষণা করল ফিলিস্তিন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

ফিলিস্তিনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য মতে আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার রমজানের প্রথম রোজা পালন করবে ফিলিস্তিন। জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে এই ঘোষণা দিয়েছে দেশটি। খবর মাওয়াজিন ওয়েবসাইট।

ফিলিস্তিনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বলেছে যে, রমজানের হিলাল (ক্রিসেন্ট চাঁদ) ১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় দেখা যাবে। এ দিন উত্তর আফ্রিকা, দক্ষিণ এবং উত্তর আমেরিকাসহ বিশ্বের অনেক জায়গায়ও চাঁদ দেখা যাবে।

কিছু মুসলিম স্কলার জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর নির্ভর করে ইরানসহ অনেক মুসলিম দেশ ইসতিহলাল (চাঁদ দেখা) কমিটি গঠন করেছে। এ ইসতিহলাল কমিটি রমজানসহ চন্দ্র মাসের (হিজরি) শুরু ও শেষ নিশ্চিত করবে।

এ ইস্তিহলাল কমিটি চন্দ্র মাসের (হিজরি) ক্যালেন্ডারে নতুন মাসের শুরু ও শেষ নির্ধারণ করার প্রচেষ্টা করে।

উল্লেখ্য, রমজান মাস ইসলামিক (হিজরি) ক্যালেন্ডারের নবম মাস। বিশ্বজুড়ে মুসলমানরা এ মাসটি রোজা পালন, ক্ষমা-প্রার্থনা ও ইবাদতের মাস হিসেবে পালন করে থাকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ