• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আগামীকাল কিটের স্যাম্পল হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস শনাক্তে নিজেদের তৈরি কিটের স্যাম্পল সরকারকে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামীকাল শনিবার (১ এপ্রিল) সরকারকে এ কিট হস্তান্তর করবে প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার বেলা ১১টায় গণস্বাস্থ্য হাসপাতালে মুক্তিযোদ্ধা একে হায়দার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কিট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘আমরা যেটা উদ্ভাবন করেছি এটা হল 'রেপিট ডট ব্লট'। এটা তৈরি করেছেন ডক্টর বিজয় কুমার শীল। তার সঙ্গে তিনজন তরুণ বিজ্ঞানী আদনান, জমির উদ্দিন ও ফিরোজ আহমেদ ছিলেন। এটা এমন একটা সহজ পদ্ধতি, যে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া যায়।’’

এটা রক্তের গ্রুপ নির্ণয়ের মতো জানিয়ে তিনি বলেন, ‘মানুষের শরীর থেকে এক ফোটা রক্ত নিয়ে পরীক্ষা করে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে বোঝা যাবে যে, সে করোনাভাইরাসে আক্রান্ত কি না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'এই পরীক্ষাটার জন্য খরচ খুবই কম। ২০০ থেকে আড়াইশো টাকা মধ্যে হয়ে যাবে। পলিমারজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর)  মত বড় যন্ত্রপাতি লাগে না, এটা সব জায়গায়- ডাক্তারের চেম্বার প্যাথলজি, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতেই বসে পরীক্ষাটা করা যাবে।'

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ