• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আগামীকালের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে প্রতিরোধে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতরাউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভার পর এমন সিদ্ধান্ত নেয় হয়েছে।

একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও এখন তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে কোচিং সেন্টারগুলোও। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগমে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিদেশ ফেরতদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ