• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আজই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরের মধ্যে তার মুক্তির প্রশাসনিক সব প্রক্রিয়া শেষ হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যথাসময়ে সব প্রক্রিয়া সম্পন্ন হলে আজই মুক্তি পেতে পারেন তিনি।

এ বিষয়ে বুধবার (২৫ মার্চ) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইন মন্ত্রণালয়ের অভিমত আমরা হাতে পেয়েছি। সেভাবেই প্রশাসনিক সব কাজ করে যাচ্ছি। কাজ শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই খালেদা জিয়ার মুক্তি চূড়ান্ত হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সাজার বিষয়ের পাশাপাশিও অন্য কী কী মামলা আছে, সেগুলোকেও একসঙ্গে বিবেচনায় নিয়ে প্রশাসনিক ফাইল তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ থেকে ফাইলের প্রক্রিয়া শেষ করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। এসব প্রক্রিয়া দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। 

কারা সূত্র বলছে, খালেদা জিয়ার মুক্তির আদেশের অপেক্ষায় আছে কারা প্রশাসন। মুক্তির আদেশের কপি পেলেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুক্তি দেওয়া হবে। এজন্য বেশ কয়েকজন নারী কারারক্ষীকে প্রস্তুত রাখা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ