• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আড্ডা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জোর করে দোকান খুলে চা পান ও আড্ডা দেওয়ার অপরাধে শেখ ইলিয়াস (৪৫) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.  সাব্বির আহমেদ এ রায় দেন।

শেখ ইলিয়াস কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের শেখ শামচুল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, শেখ ইলিয়াস সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে দিয়ে জোর করে দোকান খোলান। পরে লোকজন নিয়ে সেখানে চা পান করেন ও আড্ডা দেন। শারীরিক দূরত্ব লঙ্ঘন ও সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ