• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব : জাতিসংঘ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানি বাগদাদে এক মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

আজ শনিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এক বিবৃতিতে অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র বলেন, এ হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুহূর্তে ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ ‘আত্মসংযম’ চর্চার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ