• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আশেপাশের কেউ করোনা আক্রান্ত হলেই জানাবে গুগল-অ্যাপলের প্রযুক্তি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ মে ২০২০  

করোনাভাইরাসের কন্টাক্ট ট্রেসিং অ্যাপে অমূল পরিবর্তন আনলো অ্যাপল ও গুগল। প্রতিষ্ঠান দুটি অবশেষে করোনাভাইরাসের কন্টাক্ট ট্রেসিং টুল উন্মুক্ত করেছে।

এটি মূলত সফটওয়্যার এপিআই; যার মাধ্যমে ডেভেলপাররা ব্লুটুথভিত্তিক কন্টাক্ট ট্রেসিংয়ের অবকাঠামো নির্মাণ করতে পারবেন। গুগল ও অ্যাপলের এমন উদ্যোগের কারণে কন্টাক্ট ট্রেসিং অ্যাপের গোপনীয়তাও রক্ষা হবে।

করোনার প্রকোপ ঠেকাতে প্রযুক্তিটি দারুণ কাজ করবে। ধরা যাক, এক বন্ধুর সঙ্গে আপনার দেখা হল এবং কুশল বিনিময় করলেন। তখনই আপনাদের দুটি ফোন কোড আদান-প্রদান করে নিজেদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করবে। এরপর আপনি যদি করোনায় আক্রান্ত হন এবং এই প্রযুক্তিতে নির্মিত যেকোনো অ্যাপে এই কথা জানান; তাহলে পরিচয় গোপন রেখে খবরটি নোটিফিকেশনে সবাইকে বলা হবে।

২২টি দেশ এই প্রযুক্তির উপর ভিত্তি করে অ্যাপ বানানোর কাজে হাত দিয়েছে। এই পারষ্পরিক সহযোগীতাকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে অ্যাপল ও গুগল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ