• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইউজিসির কমিটি হলেও আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে লাগাতার আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্দোলনের ১৪তম দিনে বিক্ষোভে উত্তাল রয়েছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউজিসি সমস্যা সমাধানের উপায় খুঁজে দেখতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

অন্যান্য দিনের মতো বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উছেছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লাগাতার আন্দোলনে বিশ্ববিদালয়ের সকল ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বন্ধ রয়েছে।

এদিন বেলা ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কারিমূল হক।

গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ