• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইবির প্রশাসনিক ৯ পদে রদবদল, প্রথম নারী প্রভোস্ট শেলীনা ও বাবলী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক ৯টি পদে রদবদল করা হয়েছে। এতে ইবির প্রথম নারী প্রভোস্ট হিসেবে দেশরত্ন শেখ হাসিনা আবাসিক হলে প্রফেসর ড. শেলীনা নাসরিন ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী মঙ্গলবার তাদের অনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সিদ্ধান্তে প্রশাসনিক ৯টি পদে রদবদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে প্রফেসর ড. ইব্রাহিম আব্দুল সিজার, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, টিএসসিসির পরিচালক প্রফেসর ইয়াসিন আলী নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ৫টি আবাসিক হলে নতুন প্রভোস্ট হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কম্পিউটার প্রফেসর ড. তপন কুমার জোয়াদ্দার, শহীদ জিয়াউর রহমান হলে প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার, লালন শাহ হলে প্রফেসর ড. ড. মোতালেব হোসেন, দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম নারী প্রভোস্ট প্রফেসর ড. শেলিনা নাসরীন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রফেসর ড. বাবলী সাবিনা আজহারকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী নিয়োগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীলতার চর্চা ও নারীর ক্ষমতায়নে আবাসিক হলে এক সাথে দুইজন নারীকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়ায় প্রগতিশীল প্রফেসরবৃন্দ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

প্রথম নারী প্রভোস্ট প্রফেসর ড. শেলীনা ও বাবলী সাবিনা আজহার বলেন, ‘নারী হিসেবে বর্তমান প্রশাসন আমাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছেন তা দক্ষতার সাথে পালন করার চেষ্টা করব।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসন নারী পুরুষের সমতায়নে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ে এই প্রথম একসাথে দুজন নারী প্রফেসর কে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো। অত্যন্ত দক্ষতার সাথে ওনারা দায়িত্ব পালন করবে আশা করছি।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ