• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইমোতে ‘সিক্রেট চ্যাট’ ফিচার, রেকর্ড করা যাবে না কোনো কথা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো'র তথ্য নিরাপত্তা নিয়ে সমালোচনার শেষ নেই। নিজেদের 'দুর্নাম' কিছুটা গুছাতে এবার ‘সিক্রেট চ্যাট’ ফিচার নিয়ে এনেছে অ্যাপটি। যা অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীর তথ্যে সুরক্ষা দেবে।

ইমোতে কোনো নির্দিষ্ট কন্ট্যাক্টের চ্যাট ইন্টারফেসে অ্যাটাচমেন্ট বারে খুঁজে পাওয়া যাবে নতুন সিক্রেট চ্যাট ফিচারটি।

নতুন ফিচারগুলোর কা‌রণে কোনো চ্যাট সেশন থেকে বের হওয়ার পরে সেখানকার সব কথোপকথন তাৎক্ষণিকভাবে মুছে যাবে। ‘সেলফ-ডেস্ট্রাকশন’ সুবিধার কারণে কেউ ওই সেশনের কোনো কথোপকথন পরে খুঁজে পাবে না।

‌ফিচারের ‘ডিসেমিনেশন কন্ট্রোল’ অপশনটির কারণে কেউ ব্যক্তিগত কথোপকথন কপি, ফরোয়ার্ড, শেয়ার ও ডাউনলোড করতে পারবে না। এছাড়াও কথোপকথনের স্ক্রিনশট নেয়া কিংবা ভিডিও ধারণও করা যাবে না ফিচারটির ফলে। তাই ইমো ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে বিভিন্ন আলাপচারিতা আরও আস্থা ও নিরাপত্তার সঙ্গে করতে পারবেন।

ব্যবহারকারীরা ইমো ব্যবহারে যেন আরও বেশি নিরাপদ বোধ করে, সে কারণে বিগত কয়েক মাসে নানা ধরণের নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি।

বিশ্বে ইমোর সবচেয়ে বেশি ব্যবহারকারী বাংলাদেশেই। ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে তিন কোটি সত্তর লাখ বার এটি ইন্সটল করা হয়েছে। নতুন ‘সিক্রেট চ্যাট’ ফিচারটি ব্যবহারকারীদের এখন একে অপরের সঙ্গে আরও সুরক্ষিতভাবে যোগাযোগের সুযোগ করে দেবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ