• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, সে তথ্য আছে’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

ইলিয়াস কাঞ্চন কোন জায়গা থেকে কত টাকা পান, সে তথ্য আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

 

রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় শ্রমিক নেতা শাজাহান খান নতুন সড়ক আইনের কিছু ক্রটি তুলে ধরেন। একই সাথে বিআরটিএ’র সমালোচনাও করেন তিনি।

তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দ্যেশে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরবো।

শাজাহান খান বলেন, কি এক অদ্ভুত ব্যবস্থা, এক্সিডেন্ট করলেই শাজাহান খান দায়ী। আমি নাকি আপনাদেরকে (শ্রমিক ইউনিয়ন) প্রশ্রয় দেই। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নামে ইলিয়াস কাঞ্চন অর্বাচিন কথা বার্তা বলেন। দক্ষ চালক তৈরীতে তাদের কোন ভূমিকা নেই। বরং নামে বেনামে ইলিয়াস কাঞ্চন নানা অনিয়ম করে থাকেন তা জনসম্মূখে তুলে ধরা হবে।’

ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের, চেয়ারম্যান নুর নবী সিমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি তানভীর হায়দার চৌধূরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক ওসমান আলী, যাত্রী কল্যান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধূরীসহ আরো অনেকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ