• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইসরায়েলকে এরদোগানের হুমকি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ মে ২০২১  

যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খবর: আল জাজিরা।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।

তিনি আরো বলেন, যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে তাদের জেনে রাখা উচিত যে- একদিন তাদেরও পালা আসবে। মানবতার সম্মান রক্ষার জন্য নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুজালেমের পাশে দাঁড়ানো উচিত।

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান।

সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজারখানেক। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এছাড়া চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি সেনারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ