• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

উইলিয়ামসনের চোখে সেরা ক্রিকেটার ভিলিয়ার্স-কোহলি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

বর্তমান সময়ে আপনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে? এমন প্রশ্নের উত্তরে যে কারো সেরা তিনে জায়গা করে নেবেন কেন উইলিয়ামসন। ক্রিকেটীয় সামর্থ্যের বিচারে যেমন অসাধারণ। একইভাবে মানুষ হিসেবে ক্রিকেট মহলে তাঁর মতো খেলোয়াড় পাওয়া দুষ্কর।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের এই অধিনায়কের স্পোর্টসম্যানশিপ, নিজের অনুভূতির উপর দখলের পাশাপাশি ক্রিকেটীয় ব্যাকরণ মেনে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়া যে কাউকে আকর্ষণ করবে। ইংল্যান্ড বিশ্বকাপে ৫৭৮ রান করে টুর্নামেন্ট সেরা হলেও অদ্ভুতুড়ে নিয়মের মারপ্যাঁচে দলকে দিতে পারেননি শিরোপার স্বাদ। এই সেরা ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমান সময়ের সেরা ক্রিকেটার কে? তিনি বেছে নিলেন প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ভারতীয় অধিনায়ক কোহলিকে।

কোয়ারেন্টাইনে থাকা কেন উইলিয়ামসনকে তাঁর আইপিএলের সতীর্থ ডেভিড ওয়ার্নার ইনস্টাগ্রাম লাইভে আমন্ত্রণ জানান। সেখানে কথা বলার এক পর্যায়ে ওয়ার্নার উইলিয়ামসনের কাছে জানতে চান এখনকার সময়ের সেরা ক্রিকেটার সম্বন্ধে। তখন কিউই অধিনায়ক বলেন,

‘এটা খুব কঠিন একজনকে বেছে নেওয়া। তবে আমি এবি ডি ভিলিয়ার্সের কথাই বলবো। হ্যাঁ, তিনি হয়ত এখন কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলেন, তবে সামর্থ্যের বিচারে তিনি সবার উপরে এবং মানুষ হিসেবেও অসাধারণ। তিনি আমাদের সময়ের সবার সেরাদের একজন। তবে এছাড়াও আরও অনেকে আছেন যোগ্যতর।’

বিরাট কোহলির কথা টেনে উইলিয়ামসন আরও যোগ করেন, ‘যোগ্যতরত হিসেব করলে চলে আসে বিরাট কোহলির নাম। সব ফরম্যাট বিবেচনায় নিলে কোহলি থাকে সবার উপরে। রানের প্রতি তীব্র ক্ষুধার পাশাপাশি কোহলি প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করেও খেলতে পছন্দ করেন। সে এখনকার সময়ের খেলোয়াড়দের জন্য বেশ উঁচু একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ