• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

উলিপুরে বিদ্যুৎ পেল নিভৃত পল্লীর ১৩২ পরিবার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে নিভৃত পল্লী রুহিয়ার পাড় গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ পেল ১৩২ পরিবার। আজ সোমবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের ওই গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিদ্যুতের আলো জ্বলে ওঠার সাথে পুরো গ্রামের মানুষ হইহুল্লোরে মেতে ওঠে। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। ওই গ্রামের শিক্ষার্থী মাসুম বলেন, জন্মের পর থেকে অন্ধকারে বেড়ে উঠেছি। হ্যারিকেন কিংবা চার্জারের আলোয় লেখাপড়া করতে হতো। আজ থেকে নতুন উদ্যমে শিক্ষা জীবন শুরু করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব আলী মোল্লা, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা প্রমূখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ