• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এই ছোট পোকার কামড় থেকে প্যারালাইসিসের সম্ভাবনা!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

ছোট্ট একটি পোকার কামড় থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারেন। এমনই একটি ভয়ানক পোকার আক্রমণের আতঙ্কের কথা জানালেন ব্রিটেনের চিকিৎসকেরা।

দ্য সান’র প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত এ পোকার আক্রমণে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন পোকাটির কামড়ে একজনের বেবিওসিস রোগ হয়েছে। টিকের কামড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হলো।

বেবিওসিস সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে। টিবিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ইনফেকশন বলে। এই ইনফেকশন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে ক্ষতিগ্রস্তরক্তচোষা এ পোকা সাধারণত এমন স্থানে কামড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢুকে থেকে রক্ত খেতে থাকে। কামড়ানোর স্থানে র‌্যাশ হয়। প্রদাহ বা জীবাণু সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে।

শরীরে এ পোকা দেখলে টেনে বের করে ফেলে আক্রান্ত স্থানটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শরীরের আর কোথাও কামড় দিয়েছে কিনা ভালোভাবে তা দেখতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ