• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এই সময় রোদে বের হলে সানস্ক্রিন না মাখলেই বিপদ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০  

শরৎকালে তাপমাত্রা কমে যায়, আর্দ্রতার ভাগও কমে যায়। এই সময় শুষ্ক হয়ে ওঠে চারদিক। তখনই প্রয়োজন হয় ময়েশ্চারাইজারের। তবে গরম লাগতে থাকে। 

এদিকে রোদের তাপও বেড়ে যায়। তাই এই সময় বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখা উচিত। অনেকেই হয়ত মনে করতে পারেন শীত লাগলে রোদের থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। 

> গরমের দিনের মতো শীতের দিনেও কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের একইরকমভাবে ক্ষতি করে। তাই শীতের সময় সূর্যের তেজ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়। 

> মনে রাখবেন শীতকালে এসপিএফ ৩০-৫০ এর মধ্যে যেকোনো সানস্ক্রিন ব্যবহার করা উচিত। রোদের হাত থেকে বাঁচতে অয়েলি স্কিনের নারীদের উচিত ওয়াটার-বেসড কোনো সানস্ক্রিন বেছে নেয়া।

> অতিরিক্ত ময়েশ্চার বা আর্দ্রতাযুক্ত সানস্ক্রিন শীতকালে শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে বিশেষভাবে সাহায্য করে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ