• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত কাল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনাভাইরাসের কারণে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। আগামীকাল সোমবার (২৩ মার্চ) এ বিষয়ে আলোচনা হতে পারে। তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, গত বুধবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। ইতোমধ্যে বাতিল করা হয়েছে এইচএসসির প্রবেশ পত্র বিতরণ। ঢাকা বোর্ডের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেয়ার মতো কোনো অবস্থা নেই।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এই অবস্থায় আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা আয়োজন করাটা কঠিন হয়ে পড়েছে। আমাদের প্রস্তাব থাকবে পরীক্ষা পেছানোর। সোমবার এ বিষয়ে আলোচনা হতে পারে। তখন চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ