• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এইচএসসিতে মেধা তালিকায় প্রথম সাতক্ষীরার শাকিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র শেখ শাকিল হোসেন। গত রোববার (২৯ ডিসেম্বর) প্রকাশিত যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০১৯ এর মেধা বৃত্তির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শেখ শাকিল হোসেন সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখ জামায়েত হোসেন ও বিউটি খাতুন দম্পতির ছেলে।

শাকিল এর আগে ২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ সহ মেধা বৃত্তি লাভ করে। একইভাবে ২০১৪ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) জিপিএ ৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে এবং ২০১৭ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও জিপিএ-৫ পায়। শাকিল ২০১৮ সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলার ‘সেরা মেধাবী’র স্বীকৃতি লাভ করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অধ্যয়নরত শাকিল সবার কাছে দোয়া প্রার্থী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ