• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এক সপ্তাহে জাদুর মতোই চুল পড়া রোধ করবে তেজপাতা!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

চুলের নানা রকম সমস্যা কম-বেশি সবাই ভুগে থাকেন। বিশেষ করে চুল পড়ার সমস্যাটি বেশি হয়ে থাকে অনেকের। যদিও নানা রকম পদ্ধতিই অবলম্বন করে থাকেন এই সমস্যা সমাধানে। তবে তা কার্যকর হয় না।

এক্ষেত্রে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে। শুনতে অবাক লাগলেও সত্যি, তেজপাতার জাদুতেই চুল পোড়া রোধ হবে। এটি খুব সস্তা ও পুষ্টিকর একটি ঘরোয়া উপায়। যা মাত্র এক সপ্তাহেই চুল পড়া রোধ করবে। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া রোধে তেজপাতা ব্যবহার পদ্ধতি- 

যা যা লাগবে 

তেজপাতা ৫ থেকে ৬টি, পানি ২ কাপ। 

তৈরি ও ব্যবহার পদ্ধতি

তেজপাতা ও পানি একসঙ্গে ৩০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে পানি ঠাণ্ডা করে নিন। এবার এই পানি মাথার চুলে লাগান। এভাবে ২ ঘণ্টার মতো রেখে ধুয়ে ফেলুন। এটি আপনি রোজই করতে পারেন। এর ফলে ফাঙ্গাল ইনফেকশন, ইচি স্ক্যাল্প, খুশকি, চুল ওঠার সমস্যা সবকিছু থেকেই মুক্তি পাবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ